গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এক মাসের ক্লাস কার্যক্রম ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত। তবে আগামী ৩১ মে তারিখ পর্যন্ত পূর্ব ঘোষিত বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ যথারীতি রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
একই সাথে প্রশাসনিক তথা অফিস কার্যক্রমের ছুটি আগামী ১২ জুন থেকে শুরু হয়ে ২১ জুন পর্যন্ত চলবে।
২৪ জুন যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং ১ জুলাই থেকে একাডেমিক তথা ক্লাস কার্যক্রম শুরু হবে। ছুটি চলাকালীন সময়ে নিরাপত্তাসহ অন্যান্য জরুরী সেবাসমূহ বলবৎ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৮/মাহবুব