শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শামসুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এবং মিনি অডিটরিয়ামে অপেক্ষামান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.sust.edu) পাওয়া যাবে। এছাড়া ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করেও যে কোন তথ্য ভর্তিচ্ছুরা জানতে পারবে।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৮/হিমেল