ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি প্রণয়নের অংশ হিসেবে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর কাছে ডাকসুর খসড়া আচরণবিধি সম্বলিত চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে প্রেরিত আচরণবিধি সম্পর্কে কোনো মতামত বা সুপারিশ থাকলে তা আগামী ২৬ জানুয়ারির মধ্যে প্রশাসনকে জানাতে ছাত্রসংগঠনগুলোকে অনুরোধ করেছে তারা।
চিঠিটি ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতাদের কাছে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধির খসড়া পত্রের সঙ্গে প্রেরণ করা হলো। খসড়াটি সম্পর্কে কোনো মতামত বা সুপারিশ থাকলে তা আগামী ২৬ জানুয়ারি শনিবারের মধ্যে প্রক্টর কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি’।
খসড়া আচরণবিধিটি ১৪টি ধারায় বিভক্ত। এতে নির্বাচনী প্রচারের ধরন, প্রচারণার দৈনিক সময়সীমা, ভোটের দিনে করণীয় ও বর্জনীয়, বুথগুলোতে গণমাধ্যমকর্মীদের তৎপরতার সীমা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারে বাধা-প্রদান বা তাদের হেয় করা প্রভৃতি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এছাড়াও আচরণবিধি লঙ্ঘন করলে কোনো প্রার্থী বা তাঁর সমর্থকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়টিও খসড়া আচরণবিধিতে উল্লেখ আছে।
তবে, কেউ কেউ ডাকসু নির্বাচনের আচরণবিধি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০০৮ সালে প্রণীত নির্বাচন কমিশনের যে আচরণবিধি রয়েছে, তার আদলে হচ্ছে বলে মনে করছেন।
উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়নে গত শনিবার ৭ সদস্যের একটি কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি ড. মো. আখতারুজ্জামান। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের নের্তৃত্বে ওই কমিটি আচরণবিধি প্রণয়নে কাজ করছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। আগামী রবিবার বা সোমবার সিন্ডিকেটের সভা বসার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল