সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের উদ্যোগ গ্রহন করার পর থেকেই সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে চলছে আলাপ-আলোচনা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ও অধিকার সমূহ আদায়ের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। এ উপলক্ষে শনিবার (২৬ জানুয়ারী) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট ইকসু গঠনসহ আট দফা দাবিতে স্মারক লিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি মোর্শেদ হাবিব, সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে ছাত্র সংসদ গঠন ও নির্বাচনের উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিধান যুক্তকরণ, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ, টিএসসিসি সার্বক্ষণিক খোলা রাখা এবং পূর্নাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি মোর্শেদ হাবিব বলেন, ‘ইকসু নির্বাচন এখন সময়ের দাবি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ক্যাম্পাসে উম্মুক্ত রাজনীতি চর্চার ক্ষেত্র তৈরী করবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে ইকসুর বিষয়ে কোন নীতিমালা নাই। তবে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের পর সুবাতাশ বইবে। আশা করি সেই বাতাস আমাদের গায়েও লাগবে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর