ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, ২০০৮ সালের পর থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে নতুন ধরণের উন্নয়নের জোয়ার বইছে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আর্থিক দুর্নীতিই শুধু দুর্নীতি নয়, দায়িত্ব অবহেলা ও দুর্নীতি।
শনিবার সকালে আইকিউএসি’র সেমিনার কক্ষে দিনব্যাপী “বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার কার্যকারিতা” শীর্ষক সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ অভিনন্দন প্রাপ্তির অন্যতম কারন হচ্ছে আমাদের দেশের অবিশ্বাস্য উন্নয়ন। সরকারের এ উন্নয়নের ধারায় অবদান রাখতে নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
ড. রাশিদ আসকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, একজন ভাল কর্মকর্তার মধ্যে যে সকল গুণাবলী থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম গুণবলী হচ্ছে একজন কর্মকর্তাকে প্রফেশনাল হতে হবে, আচার-আচরণ ভাল করতে হবে, ভাল পোশাক পরিধান করতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, নির্ভলশীলতা অর্জন করতে হবে, ফাইল সংরক্ষরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, নৈতিকতাবোধ থাকতে হবে, ধৈর্য্যশীল ও নরম মনের অধিকারী হতে হবে, কাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, ফাইলিং এর বিষয়ে যথাযথ ধারনা থাকতে হবে, কাজের লক্ষ্য থাকতে হবে এবং গুরুত্ব বুঝে কাজ করতে হবে, দৈনিক কাজের রুটিন নির্ধারণসহ কাজের মধ্যে আনন্দ থাকতে হবে, প্রতিটি কাজ ইতিবাচক হিসেবে দেখতে হবে, অফিসে যৌথভাবে কাজ করতে হবে, অপরকে শ্রদ্ধা করতে হবে, প্রতিষ্ঠানের বিধি-বিধান সম্পর্কে ধারনা থাকতে হবে এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। আমার বিশ্বাস এই গুণে গুণান্বিত যদি কোন কর্মকর্তা হতে পারেন তাহলে অবশ্যই তিনি একজন ভাল কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করবেন।
তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে কর্মকর্তদের নতুন নতুন বিষয়ে আরও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে। কারণ আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কর্মকর্তাকে দক্ষ এবং সময়োপযোগী কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের মহসড়কে যে ভাবে চলমান এবং সেই চলমান গতিতে আমরা একটি উন্নয়নশীল দেশে পা রেখেছি। আমরা ভিশন ২১ অল্প সময়ের মধ্যে উপনীত হবো এবং ভিশন ৪১’র দিকে যাত্রা শুরু করেছি। অচিরেই আমরা একটি উন্নত জাতি হিসেবে বিশ্ববুকে মাথা উচুঁ করে দাঁড়াবো।
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্ব স্ব স্থানে সম্মানিত। আপনাদেরকে ভাবতে হবে আজকের চাহিদা মোতাবেক নিজেকে তৈরী করতে পেরেছেন কিনা। সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে আমরা সর্বক্ষেত্রে সফল হতে পারবো। তিনি ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি কর্মকর্তাকে মানব শক্তি হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে.এম আব্দুস ছোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কর্মশালায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের গবেষণা ও উন্নয়ন পরিচালক ড. মোঃ মিজানুর রহমান এবং বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অফিসের বিভিন্ন পর্যায়ের ৫০জন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর