প্রায় ২৮ বছর ধরে অচল থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে সচল করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১ টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে তারা।
গণস্বাক্ষর কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমীর সোহেল বলেন, ‘আমরা চাই ডাকসু নির্বাচনের পাশাপাশি চাকসু নির্বাচনও দেওয়া হোক। শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ের জন্য চাকসুর প্রয়োজনীয়তা অনেক বেশি।’
শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, ‘এটি শুধু আমাদের দাবি নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের দাবিও বটে। আমরা চাই অতি শিগগির এ নির্বাচনের সকল কার্যাদি সম্পন্ন করা হোক।’
বর্তমান সময়ে চাকসু নির্বাচনের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন শাখা ছাত্রলীগের সাবেক উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দীন ফয়সাল পারভেজ।
সাবেক উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবি।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রধান প্ল্যাটফর্ম হল চাকসু। কিন্তু দীর্ঘদিন এই নির্বাচন বন্ধ আছে। ভিসি স্যারের কাছে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই চাকসু নির্বাচন বাস্তবায়ন করা।
এ কর্মসূচিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক আবু বকর ত্বোহা, আইন বিষয়ক সম্পাদক আবু সাইদ মারজানসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল