বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কেটে এবং র্যালি ও আলোচনা সভার ম্যধ দিয়ে বুধবার দিনভর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ।
সকালে কেক কেটে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।
দিবসটি উপলক্ষে লোক প্রশাসন বিভাগের উদ্যোগে এক বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান তাসনুভা হাবিব জিসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।
অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের গেস্টরুম নির্মান কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সিএসই বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, টিএসসির পরিচালক ড. খোরশেদ আলম, নির্বাহী প্রকৌশলী মুরশীদ আবেদীন সহ হল প্রশাসনের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার