‘বিশ্ব পাই দিবস’ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাইয়ের মানের প্রায় সাড়ে ৩ হাজার ডিজিটের রোড পেইন্টিং শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই পেইন্টিং আগামী ১৭ই মার্চ পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পাই মানের ইনফিনিটি সংখ্যা নিয়ে এই রোড পেইন্টিং বিশ্বের সর্ববৃহৎ রোড পেইন্টিং হবে বলে দাবি করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভিত্তিক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনার উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা এ রোড পেইন্টিংয়ে অংশগ্রহণ করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন