বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) শিক্ষা ক্যাডারে লোক প্রশাসন বিষয়কে অন্তর্ভুক্তি এবং কলেজ পর্যায়ে লোক প্রশাসন বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোক প্রশাসন বিভাগ। এসময় উক্ত দাবিতে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিও পালন করা হয়।
বুধবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে লোক প্রশাসন বিভাগের সেমিনারে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীরা 'বিসিএস এ শিক্ষা ক্যাডার, লোক প্রশাসন এর অধিকার' 'পড়ুক লোক প্রশাসন কলেজের শিক্ষার্থী, দেশের নেতৃত্বে আসবে অগ্রগতি' 'লোক প্রশাসন-এর নলেজ, ব্যবহার করবে এবার কলেজ' সহ বিভিন্ন স্লোগান দেয়।
মানববন্ধনে উপস্থিত ছেলেন, চবি লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ উদ্দিন ও বিভাগের সহকারী অধ্যাপক মোরশেদুল হক এবং মোহাম্মদ রেজাউল করিমসহ বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের সহকারী অধ্যপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে লোক প্রশাসন বিভাগটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে এবং প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাস করে বের হচ্ছে। তারা সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্বও পালন করছে। কিন্তু বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি না থাকায় এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তাই বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি করার জন্য বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের একজোট হয়ে মানববন্ধন ও স্বাক্ষর কর্মসূচি পালন করছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন