লোক প্রশাসন বিভাগকে কলেজ পর্যায়ে অন্তর্ভুক্তিকরণের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশে’ ভাস্কর্যের পাদদেশে বিভাগটির দেড় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চালু করার দাবিও জানান শিক্ষার্থীরা।
বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মো. সেলিম রেজার সঞ্চালনায় মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের এ দাবিতে আজ সারা দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।’
এদিকে গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুইশত শিক্ষার্থীর স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি।
এর আগে গত ৮ এপ্রিল এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য অধ্যাপক এম আবুল কাশেম মজুমদারকে আহ্বায়ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যার নাম ‘বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র’।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন