শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ দফা দাবিতে মাসব্যাপী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের গণস্বাক্ষর কর্মসূচির চতুর্থ দিন আজ বুধবার। এর আগে, গত রবিবার থেকে শিক্ষার্থীদের বেতন ফি বৃদ্ধি না করে ‘পিপিপি-হেকেপ’ এবং ইউজিসির ‘২০ বছর মেয়াদী উচ্চশিক্ষার কৌশলপত্র’ বাতিল করাসহ ১১ দফার দাবিতে এ কর্মসূচি শুরু করা হয়।
অন্যান্য দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন নিশ্চিত ও উচ্চ শিক্ষা কমিশন বাতিল করা, সকল শিক্ষার্থীর বৈধ আবাসন নিশ্চিত করা, নিজস্ব অর্থায়নে নতুন বাস ক্রয় এবং বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা, লাইব্রেরি ও সেমিনারে পর্যাপ্ত বই নিশ্চিত করে প্রত্যেক বিভাগে নিজস্ব ল্যাব ও সেমিনার রুম চালু করা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করাসহ ক্লাসরুম সংকট নিরসন করা এবং শিক্ষা গবেষণা ও ছাত্র কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানো, ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশসহ মানোন্নয়ন পদ্ধতি চালু করা, ডাইনিং-ক্যান্টিন-ক্যাফেটেরিয়ায় খাবারের মান বাড়ানো ও দাম কমানো, মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করে নূন্যতম ২০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করা, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করে অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন দেওয়া, সকল ভবনের প্রস্তাবিত নামকরণ কার্যকর করে গোলচত্বরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ করা।
এ ব্যাপারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট্রের সভাপতি নাযিরুল আযম বিশ্বাস বলেন, গণস্বাক্ষর কর্মসূচির মাত্র চারদিনেই ৭ শতাধিকের বেশি শিক্ষার্থী ১১দফার সাথে একমত পোষণ করেছেন। আগামী ৩০ এপ্রিল শিক্ষার্থীদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বরাবর পেশ করা হবে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৯/মাহবুব