জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও অন্যান্য কলেজে লোকপ্রশাসন বিভাগ চালুর দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে লোকপ্রশাসন বিভাগের সাধারণ শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এ মানববন্ধনে বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শাবির লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, প্রভাষক মোস্তফা কামাল, জোবাইদা গুলশান আরাসহ লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন