লোক প্রশাসন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরণ ও শিক্ষার্থীদের শিক্ষা ক্যাডারে নিয়োগের ব্যবস্থা করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রাশাসন বিভাগ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শেষ একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
তাদের দাবিগুলো- সরকারি কলেজসমূহে অন্তর্ভূক্তকরণ, দক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য বিষয়টিকে কলেজ পর্যায়ে ছড়িয়ে দেয়া, লোক প্রশাসনের জন্য বিষেশ চাকরির ক্ষেত্র তৈরি করা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন