শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ বছরের জন্য নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম দিপু।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত নিয়োগ প্রদান বিষয়ক এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদের আদেশক্রমে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১৪ (১) অনুযায়ী আগামী ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে তাকে নিয়োগ প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন