পাবলিক বাসে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টার ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়।
এর আগে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় থেকে নগরীর নিউ মার্কেট যাওয়ার পথে বাসের হেলপার ওই শিক্ষার্থীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে বাস থেকে লাফ দিয়ে বেঁচে যান তিনি।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে বিকালে একটি মামলা দায়ের করেন। আমরা মামলাটি গ্রহণ করেছি। বাস মালিক সমিতিকে ডাকা হয়েছে। আমাদের একটা টিম তদন্তের কাজ করে যাচ্ছে। আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি। আসামিদের শনাক্ত করতে পারলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৯/আরাফাত