বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠার রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা- আরইউডি’তে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে নতুন বাংলা বর্ষবরণ অনুষ্ঠান।
প্রতিষ্ঠাটির শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৈশাখী আয়োজনে ছিলো নৃত্য, গান ও কবিতা।
আজ বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, আরইউডি’র উপাচার্য ড. প্রফুল্ল চন্দ্র সরকার। এতে আরও বক্তব্য দেন, আরইউডি রেজিস্টার আব্দুল হক তালুকদার। উপস্থিত ছিলেন, ডিন ড. মানিক সরকার, ইংরেজি বিভাগের প্রধান স্বাতী আহমেদ, প্রভাষক তাসনুভা নিগার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন