ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগীতায় বেওয়ারিশ কুকুরের আধিক্য রোধে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সম্পন্ন হয়েছে কুকুরের টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচি। এমন কর্মসূচির মধ্য দিয়ে একদিকে মানুষ যেমন কুকুরঘটিত বিভিন্ন রোগব্যাধি হতে রক্ষা পাবে অন্যদিকে বেওয়ারিশ কুকুরের সংখ্যাও কমে যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ সোমবার সকাল সাড়ে ১০ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের সার্জারী এন্ড থেরিওজেনোলজি বিভাগের শিক্ষক ডা. মোঃ আনোয়ারুল হক এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন। সংশ্লিষ্ট এ কর্মসূচিতে সার্বিক সহায়তা করে অভয়ারণ্য অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এএসভিএম অনুষদের লেভেল ৪, সেমিস্টার ২ এর শিক্ষার্থীদের উপস্থিতিতে কুকুর বন্ধ্যাকরণে এ অস্ত্রোপচার ও টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়।
শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ কর্মসূচি পরিদর্শনে এসে বলেন, ‘এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণের এ কার্যক্রমের মাধ্যমে সহজেই কুকুরের সংখ্যা হ্রাস করা যাবে এবং সাধারণ মানুষ কুকুর ঘটিত রোগব্যাধি হতে পরিত্রাণ পাবে। পাশাপাশি শিক্ষার্থীরাও হাতে কলমে অস্ত্রোপচার শেখার সুযোগ পেল।’
ডা. মোঃ আনোয়ারুল হক বলেন, ‘আগামী বুধবার (১৭ এপ্রিল) পর্যন্ত এ কার্যক্রম চলবে। বেওয়ারিশ কুকুরের মাধ্যমে জলাতঙ্কসহ বেশ কিছু মারাত্মক রোগব্যাধি ছড়ানোর সম্ভাবনা থাকে। সর্বত্র এমন কর্মসূচি কুকুর ঘটিত এসব রোগব্যাধী হতে মুক্তি পেতে সহায়তা করবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগ, মেডিসিন এন্ড পাবলিক হেল্থ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. আমিনা খাতুন, ডা. নুসরাত জাহান, ডা. শাহ জুঙ্গী ইবনে করিম ও ডা. দেলোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার