বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯ এর পুরুষ ক্যাটাগরিতে দ্বৈত টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজধানীর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)। ফাইনালে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ৩-০ সেটে হারায় তারা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১টায় নর্থ সাউথ ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকে নিজেদের নান্দনিক খেলার আভাস দিতে শুরু করে সোনারগাঁও ইউনিভার্সিটি।
ব্যবসায় অনুষদের ইমরান হোসেন ও আইন বিভাগের শিক্ষার্থী সাইয়ামের দুর্দান্ত পারফরম্যান্সে নর্থ সাউথ ইউনিভার্সিটি পরাজিত করে সোনারগাঁও ইউনিভার্সিটি।
এর আগে সেমিফাইনালে ড্যাফোডিল আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল সোনারগাঁও ইউনিভার্সিটি। আর কোয়ার্টার ফাইনালে এশিয়ান ইউনিভার্সিটিকে একই ব্যবধানে হারায় দলটি।
‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০১৯’। এই প্রতিযোগিতায় দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৭০০ ক্রীড়াবিদ অংশ নিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল