পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে বুধবার সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ।
পরে উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ।
শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও উদযাপন কমিটির সদস্য সচিব সুজন কান্তি মালির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ ক ম মোস্তফা জামান, পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি মোশায়েদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম