শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তাধারা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল এই সেমিনারের আয়োজন করে।
বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : রাজনৈতিক চিন্তাধারা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর সম্মানীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান।
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিনের সঞ্চালনায় সেমিনারের সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া প্রবন্ধের উপর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল এর পরিচালক ও অনুষ্ঠানের সমন্বয়ক অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন