মাটির উর্বরতা শক্তি ও টেকসই কৃষির উন্নয়নে পরিবেশ বান্ধব বায়োচার পদ্ধতি ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজের ওপর একটি উপস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার হাবিপ্রবি’র অডিটোরিয়াম-২ এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, বিশেষ ধরনের চুলায় বা ৫০০ডিগ্রি তাপমাত্রায় পোড়ানো কাঠকয়লা জমিতে ব্যবহারই বায়োচার বলা হয়। বায়োচার জমিতে একবার ব্যবহার করলেই দীর্ঘ সময় আর ব্যবহার করতে হয় না। বায়োচার ব্যবহারে সার ও পানি সেচ কম দিতে হয় ফলে কৃষকের খরচ কমে যায়। আর মাটির পুষ্টি বেশি পাওয়ায় গাছের ফলন বৃদ্ধি পায়।
কৃষকদের বায়োচার ব্যবহারে উৎসাহী করে তুলতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ও বেসরকারী সংস্থা সিসিডিবি’র উদ্যোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, বায়োচার ব্যবহারে ফসলের ফলন প্রায় দ্বিগুনের কাছাকাছি হয়। এটাকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে আমাদের প্রয়োজনেই।
সিসিডিবি এর অর্থায়নে বায়োচার নিয়ে যৌথভাবে গবেষণা করছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান ও কৃষি সম্প্রসারণ বিভাগ।
সেমিনারে হাবিপ্রবি’র কৃষি অনুষদের ডিন প্রফেসর ভবেন্দ্র কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা মো ফজলুল হক। এতে সম্মানিত অতিথি ছিলেন সিসিডিবি’র ভাইস চেয়ারম্যান হ্যারোল্ড সাওগত ব্যারল, সিসিডিবি’র মাহবুবুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন সহযোগী অধ্যাপক মো রেজাউল করিম।
বিডি প্রতিদিন/এ মজুমদার