সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাদেকুল ইসলাম মারা গেছেন। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শওকত আরা বেগম।
সাদেকুল গত ২৩ মে বিকালে নগরীর টেকনিক্যাল মোড় এলাকায় টিউশনিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। এতে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে আট দিন কোমায় ছিলেন সাদেকুল।
অধ্যাপক শওকত আরা বেগম আরও বলেন, পিতৃহীন সাদেকুল টিউশন করে নিজের খরচ চালাতেন। গত ২৩ তারিখ সড়ক দুর্ঘটনায় সে মারাত্মক আহত হলে তাকে চমেকে ভর্তি করানো হয়। ভর্তির পরদিন থেকেই সে সংজ্ঞাহীন থাকার কারণে তার অস্ত্রোপচার সম্ভব হয়নি।
একই বিভাগের এই শিক্ষক বলেন, সাদিকুলের অকালমৃত্যু খুবই দুঃখজনক। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। বিভাগ ও তার বন্ধুরা তাকে যতটুকু পারে সাহায্য করছিল। সাদিকুলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়। তিনি ছিলেন পরিবারের বড় সন্তান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম