বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ডাকসুর ভিপি নুরের নেতৃত্ব সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকশ শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।
এর আগে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। অভিযোগ, ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব