বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর তার কুষ্টিয়ার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের মৃত্যুর খবর পেয়ে আবরারের মা ছালেহা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন।তার এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরাসহ প্রতিবেশীরা। ভেজা চোখে তারা এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন।
এদিকে, সন্তান হারানোর শোকে আবরারের মায়ের এই কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করে হৃদয়বিদারক স্ট্যাটাস দিচ্ছেন।
প্রসঙ্গত, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। অভিযোগ, আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব