বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই বাংলা হলে আবরার ফাহাদ (২১) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আটক করা হয়।
আটকরা হলেন-রাসেল, ফুয়াদ, অনিক সরকার ও জিয়ন। রাসেল বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ফুয়াদ সহ-সভাপতি। অনিক সরকার ও জিয়নও ছাত্রলীগ নেতা। বাকি দুইজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। তারা সবাই বুয়েটের শিক্ষার্থী।
উল্লেখ্য, আবরার বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শের-ই বাংলা হলের দ্বিতীয়তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের পেছনে, বাম হাতে ও কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত আঘাতের কালো দাগ ছিল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম