বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ অবরোধ করে। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।
এরপর বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচিও করেন তারা। মানববন্ধন কর্মসূচি শেষে সাড়ে ৫ টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকেন শিক্ষার্থীর।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আবরার ফাহাদকে তার শিক্ষাঙ্গনে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরে অতিসত্ত্বর বিচার করা হোক। আবরারে বিচারে যদি কোনো রকমের গাফিলতি করা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা সারাদেশ অচল করে দিবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন