বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।
মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনে নেমেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন আবরারের সহপাঠীসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আবরার হত্যার বিচার দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। এসময় আবরারের খুনিদের গ্রেফতারের দাবিতে ফেস্টুন প্রদর্শন করেন তারা।
এ সময় “ফাঁসি চাই- ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, আমার ভাইকে মারলো কেন, জবাব চাই- দিতে হবে, ছাত্রলীগের ঠিকানা, এই বুয়েটে হবে না” ইত্যাদি স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/কালাম