বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সাজাং চাকমা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ নামের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে বিশ্ববিদ্যালয়ের 'শের-এ-বাংলা' হলে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত প্রত্যেকেই বুয়েট ছাত্রলীগের বিভিন্ন পদবীধারী সদস্য যা বিভিন্ন গণমাধ্যমের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মূলত আবরারের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয় যেখানে আবরার সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত পানি বিষয়ক চুক্তি এবং গ্যাস রপ্তানির চুক্তি নিয়ে সমালোচনা করেছিল। এই ঘটনায় হত্যাকারীরা ছাত্ররাজনীতির নামে কর্তৃত্ববাদী আচরণের ভূমিকা নিয়ে মতপ্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে, যার সর্বশেষ পরিণতি ছিল আবরারকে হত্যা করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিবির সন্দেহে সাধারণ শিক্ষার্থীদের মারধর ও শারীরিক লাঞ্ছনার সম্মুখীন হতে দেখেছি। আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রদেরকে এসব অপকর্মের দিকে ঠেলে দিচ্ছে। যার ফলে তারা স্বৈরাচারী আচরণে অবতীর্ণ হয়ে হত্যার মত একটি অপরাধকে বৈধতার প্রমাণ করতে চায়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদ কঠোরভাবে দাবি জানাচ্ছে, মতপ্রকাশে আবরার ফাহাদের মত শিক্ষার্থীদের যেন নৃশংসভাবে হত্যার শিকার হতে না হয়। অতিশীঘ্রই আবরার হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসমুক্ত ছাত্ররাজনীতির পরিবেশ তৈরি করতে হবে।
এছাড়াও শিক্ষাঙ্গনে সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করার দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত বুয়েটসহ দেশের সকল শিক্ষার্থীদের রাজপথে থাকার আহ্বান জানায় সংগঠনটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন