ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে হলের ডাইনিং রুমের ছাদ পরিষ্কার করার সময় এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি রামদা, ২টি বড় ছুরি ও ২টি পাইপ। এই ঘটনায় হলের আবাসিক শিক্ষক মো. আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটির অন্য সদস্য হলেন আবাসিক শিক্ষক আশিকুজ্জামান কিরণ।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ওই হলের তৃতীয় ও চতুর্থ তলায় বহিরাগত ও অছাত্র উচ্ছেদ অভিযান পরিচালনা করে হয়েছিলো।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভুইঁয়া বলেন, মঙ্গলবার রাতে হলে অবস্থানরত অছাত্র ও বহিরাগত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় বেশ কয়েকটি রুম তালাও দেওয়া হয়েছে। আমাদের ধারণা, অভিযানের সময় কেউ এগুলো ফেলে গেছে। সকালে হলের এক কর্মচারী ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গিয়ে এসব অস্ত্র পেয়েছে। এগুলো পুলিশের হেফাজতে দেওয়া হবে।
এর আগে, গত ৮ সেপ্টেম্বর মুহসীন হল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছিলো। পরে ওই ঘটনায় চার ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/মাহবুব