৯ ডিসেম্বর, ২০১৯ ১৭:২৩

শেকৃবি অধিভুক্ত ভেটেরিনারি কলেজে ভর্তির আবেদন শুরু কাল

শেকৃবি প্রতিনিধি:

শেকৃবি অধিভুক্ত ভেটেরিনারি কলেজে ভর্তির আবেদন শুরু কাল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অধিভুক্ত সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে (লেভেল-১; সেমিস্টার-১) ভর্তি প্রক্রিয়ার আবেদন শুরু হবে আগামীকাল। এতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা শেকৃবির অ্যানিমেল সায়েন্স ও ভ্যাটেরিনারি মেডিসিন অনুষদের ‘বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ’ ডিগ্রির আদলে একই ডিগ্রিপ্রাপ্ত হবেন।

শেকৃবি’র জনসংযোগ দফতর জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ আনুষ্ঠানিকভাবে আগামীকাল (১০ ডিসেম্বর) ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন। ভর্তিচ্ছুরা ১০ ডিসেম্বর থেকে শুরু করে ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে সার্বক্ষণিক তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারিত হয়েছে ১ হাজার টাকা। আগামী ৩ জানুয়ারি শেকৃবি ক্যাম্পাসে সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। তবে বিধি মোতাবেক কোটার আসনগুলো উক্ত আসন সংখ্যার সাথে সংযুক্ত হবে।

এ-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dls.gov.bd) পাওয়া যাবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর