চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের ডাকা লাগাতার অবরোধ শিথিল করা হয়েছে।
এদিকে, প্রশাসনকে ৫ দফা দাবি মেনে না নিলে ২৬ তারিখ থেকে আবারও অবরোধের হুশিয়ারি দেন তারা।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস।
তিনি বলেন, প্রশাসনকে আমরা ৫ দফা দাবি জানিয়ে ২৬ তারিখ দুপুর ১ টা পর্যন্ত সময় দিয়ে অবরোধ শিথিল করেছি। অন্যথায় অবরোধ আবার চলবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন