মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তারুণ্যের উচ্ছাস সংগঠনের উদ্যোগে প্রায় ৩৫০ টি ফলজ ও ভেষজ বৃক্ষ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অর্থায়নে সহযোগিতা করেছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী এবং অ্যালামনাই শিক্ষার্থীবৃন্দ। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মাহবুব মোরশেদসহ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগেও বিভিন্ন বিদ্যালয়ে প্রায় ২০০০ গাছ বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন