হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সৈকত মাহমুদ নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
সৈকত বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। তিনি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে (এমবিএতে) অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।
তার মৃত্যুর বিষয়টি হল প্রাধ্যক্ষ আবদুল বাছির নিশ্চিত করেছেন। সৈকতের সহপাঠীরা জানান, সকালে শরীর খারাপ করলে আমরা তাকে মেডিকেলে নিয়ে যাই। পরে ঘণ্টাখানেকের মধ্যে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক