বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড় থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, ইব্রাহিম কার্দি, এমদাদুল হক রয়েল, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, ইকরামুল হক নয়ন, শাহাদাত হোসেন মানিক, আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপুসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/হিমেল