বিভাগ অনুমোদনের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের আন্দোলন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন না দেয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাত থেকে এই আন্দোলন চলছে।
শিক্ষার্থীরা আজ শনিবার সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। দাবি না মানা পর্যন্ত এভাবে আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইউজিসির অনুমোদন ছাড়াই বশেমুরবিপ্রবিতে যাত্রা শুরু করে ইতিহাস বিভাগ। তিনটি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। গত বৃহস্পতিবার ইউজিসি আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করে। বতর্মান ভর্তিকৃত শিক্ষার্থীদের অনুমোদন দিলেও ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া হয়নি। এমন খবর শোনার পর প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/ফারজানা