সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে প্রাণের উৎসবে মেতেছে ছায়াঘেরা কলেজ ক্যাম্পাস। শনিবার বেলা ১১ টায় আয়োজিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ।
দুই দিনের আয়োজনের সমাপনী দিবসের মধ্যহ্নভোজের পর শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ। অতীত স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। একে একে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে এসে স্মৃতিচারণ করেন।
এছাড়া বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে আনন্দ র্যালি বের করেন। বিভিন্ন আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, হুমায়ূন মঞ্জুর চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী শহীদুজ্জামান চৌধুরী, মতিউর রহমান পীর, সুখেন্দু সেন, কর্নেল (অব.) আলী আহমদ, নণীভূষন রায়, অধ্যক্ষ শেরগুল আহমেদ প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।
বিডি প্রতিদিন/আল আমীন