‘বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান’ এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। প্রফেসর মু. আবুল কাসেম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের ক্লাস ওয়ান মর্যাদা দিয়েছিলেন বলেই আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কৃষিবিদ হিসেবে গর্র্ব করতে পারি।
মুজিববর্ষ উপলক্ষে ‘ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের (বিশেষায়িত অ্যাম্বুলেন্স) যাত্রা শুরু হয়েছে। এছাড়াও বিশ^বিদ্যালয়ে কৃষক সেবা কেন্দ্র, মৎস্য হ্যাচারি, ডেইরি ও পোল্ট্রি ফার্মের উদ্বোধন করা হয়েছে মুজিব বর্ষের শুরুতেই। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব সরকারের উন্নয়ন ও ধারাবাহিক সহযোগিতার কারণে। এখানে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার এডভাইজারি সার্ভিস সেন্টার চালু হবে। এতে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে।
সভায় হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. শাহাদাৎ হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। এ সময় রেজিস্ট্রার প্রফেসর মো. ফজলুল হক, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের আহবায়ক কৃষিবিদ ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন