জাঁকজমক আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব। সকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় বসন্ত উৎসবের।
সারাদিন বসন্ত মেলা ও পিঠা উৎসব ছিল বসন্ত বরণের অন্যতম আকর্ষণ। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শিক্ষার্থীদের সঙ্গে বসন্ত উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমান, উপাচার্য প্রফেসর ড. মতিউর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব:), বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয় দিনব্যাপী বসন্ত উৎসবের। অনুষ্ঠানে উপস্থিত সবাই আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ