‘স্মৃতির বাঁধনে বাঁধিব আবার’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারোটায় উৎসব উপলক্ষ্যে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, সমাজকর্ম একটি অন্যতম ডিসিপ্লিন যা দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে। এসময় তিনি উপস্থিত সকলকে দেশের অগ্রযাত্রায় নিরলস ভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফখরুল ইসলাম, শাবির সমাজবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সল আহম্মদ, রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আব্দুল জলিল, সমাজকর্ম বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি ড. মো. শামীম খান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন