জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব শতবর্ষ বিশেষ পঞ্জিকা-২০২০’ প্রকাশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এ পঞ্জিকার মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এ বিশেষ পঞ্জিকা প্রকাশ করায় তিনি শাবি প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।
প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান, শাহপরান হল প্রভোষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোষ্ট অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম, প্রথম ছাত্রী হল প্রভোষ্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোষ্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. সামিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর, সহকারী অধ্যাপক জাহিদ হাসান, শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিনসহ ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং শাবি প্রেসক্লাবের সদস্যরা।
বিডি প্রতিদিন/হিমেল