করোনাভাইরাসে দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার শঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধের পাশাপাশি স্থগিত করা হয়েছে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। এছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অফিস (জরুরি সার্ভিস ব্যতীত) আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত