আর্ন্তজাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিম ‘ম্যাটার ম্যাটারস’। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির (এমআইটি) পিএইচডি গবেষকদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে বিশ্ব র্যাংকিংয়ে ১৭তম স্থান অর্জন করে তারা।
টিম ‘ম্যাটার ম্যাটারস’র সদস্যরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ, শাহ্নীল জুলকারনাইন, ওয়াসীম কামাল রাতুল, রাকিবুল আলম শামীম ও একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এহসান উল্লাহ। এছাড়াও আন্তর্জাতিক এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে র্যাংকিংয়ে সেরা ত্রিশে স্থান পায় শাবির ‘টিম বোজন’ ও ‘দা ট্রিও’।
শিক্ষার্থীদের এমন কৃতিত্বে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মেধার চর্চার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সুনাম প্রতিনিয়ত বৃদ্ধি করে চলছে। এরই ধারাবাহিকতায় আর্ন্তজাতিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের এই আগ্রযাত্রাকে স্বাগত জানাই।’
বিডি প্রতিদিন/আরাফাত