নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় গরীব ও অসহায় মানুষেরর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
বুধবার তার পক্ষে একটি প্রতিনিধি দল দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন এর সমন্বয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছেন।
প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এক ক্ষুদে বার্তায় জানান, “করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম থেকেই কাজ করে যাচ্ছি, আগামীতেও এমন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে”।
উল্লেখ্য, গত ১, ২ ও ৩ এপ্রিল দেবহাটা, আশাসুনি ও কালিগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার দুঃস্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/পাভেল