করোনাভাইরাসের কারণে চলতি মে মাসে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসা অনুষদের আওতাধীন পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার চিকিৎসা অনুষদের পরীক্ষা কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনাভাইরাসের কারণে বাংলাদেশ সরকারের আদেশক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘােষণা করায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আওতাধীন মে ২০২০ সনের সব পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষা স্থগিত করা হল। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্টদের সঙ্গে আলােচনা করে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন