ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান হত্যার প্রতিবাদ জানিয়েছেন সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল শনিবার অনলাইনের ভিডিও বার্তায় দেশের সকল পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানানোর পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে তৌহিদুলকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ববজায় রেখে রবিবার ক্যাম্পাসে, ত্রিশাল বাসস্ট্যান্ড, ময়মনসিংহ প্রেস ক্লাব ও নেত্রকোনা প্রেস ক্লাবের সামনেসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কার্যের সামনে শিক্ষকদের আয়োজনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সবাই খুনিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে সেহেরির সময় ময়মনসিংহ মহানগরীর তিনকোনা পুকুরপাড় এলাকার একটি ছাত্রাবাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত তৌহিদুল ইসলাম খান নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বর এলাকার সাইদুল ইসলাম খানের ছেলে। তিনি তিনকোনা পুকুর পাড়া এলাকায় ছাত্রবাসে থেকে লেখাপড়া করতেন।
বিডি-প্রতিদিন/শফিক