চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড়ে অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা নাজিমের ভাইসহ তিনজনকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ও দুইটি চাপাতি পাওয়া যায়।
আটকদের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও একজন দোকানদার বলে জানা গেছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের উত্তর দিকের একটি পাহাড়ে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমের ভাই ও প্রকৌশল দফতরের কর্মচারী মহিউদ্দিন, ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স বিভাগের কর্মচারী হাসান ও দোকানদার নাছির।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা থেকে পুলিশের সহায়তায় এই অভিযান শুরু করে প্রক্টরিয়াল বডি। এসময় তারা পাহাড়ে একটা আস্তানা খুঁজে পান। সেখান থেকে ৪৪ পিস ইয়াবা, দুইটি চাপাতিসহ এই তিনজনকে আটক করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, আমরা পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের একটি পাহাড়ে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের দুইজন স্টাফ ও একজন দোকানদারকে আটক করেছি। এসময় এদের কাছে ৪৪ পিস ইয়াবা ও দুইটি চাপাতি পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম