৮ মে, ২০২০ ২০:০৪

জাবি অধ্যাপক নিসার আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক

জাবি অধ্যাপক নিসার আহমেদ আর নেই

অধ্যাপক নিসার আহমেদ শামস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক নিসার আহমেদ শামস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মাদ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেশ আগে থেকেই অধ্যাপক নিসার আহমেদ হার্টের সমস্যায় ভুগছিলেন। কিন্তু, হঠাৎ গতকাল রাতে সমস্যা বেড়ে গেলে আজ ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে দুপুরে মারা যান তিনি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে যেহেতু করোনার প্রাদুর্ভাব চলছে, তাই হাসপাতালের কিছু প্রসিডিওর আছে। সেগুলো মেনে পরে জানাজার সময় নির্ধারণ করা হবে।’

এদিকে অধ্যাপক নিসার আহমেদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শোক জানিয়েছেন।

এক শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘তার প্রয়াণে বিশ্ববিদ্যালয় ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীগণ অর্থনীতি চর্চায় আরও ঋদ্ধ হওয়া থেকে বঞ্চিত হলো। তিনি শিক্ষা ও গবেষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবেন।’

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর