সোমবার সন্ধ্যায় রাজধানীর মৎস্যভবন এলাকা থেকে আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নূরুল হক নূরকে। আবার কয়েক ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়েও দেওয়া হয়।
ছাড়া পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে নূর বলেন, আমরা বুঝিনি কী কারণে আমাদের ধরে আনা হল আর কী কারণে ছাড়া হল।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে নূরকে আটক করে পুলিশ। পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
আটকের ঘণ্টাখানেকের মধ্যেই নূরকে ছেড়ে দেওয়ার কথা জানানো হলেও পুলিশ প্রহরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক স্বাস্থ্যগত পরীক্ষা শেষে তাকে আবারও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রাত ১২টার পর রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে নূরকে ছেড়ে দেওয়া হয়।
ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, নূরসহ আটক সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম