২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩৮

বারিতে 'প্রতিকূল পরিবেশ মোকাবেলায় কৃষিতাত্ত্বিক গবেষণা’ শীর্ষক কর্মশালা

গাজীপুর প্রতিনিধি:

বারিতে 'প্রতিকূল পরিবেশ মোকাবেলায় কৃষিতাত্ত্বিক গবেষণা’ শীর্ষক কর্মশালা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘প্রতিকূল পরিবেশ মোকাবেলায় কৃষিতাত্ত্বিক গবেষণা’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। 

বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে ইনস্টিটিটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও মুল্যায়ন) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, বিএআরসি’র পরিচালক (এনএটিপি-২, পিআইইউ-বিএআরসি) ড. মো. হারুনূর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বারি’র কৃষিতত্ত্ব বিভাগের উদ্যোগে ও ‘এনএটিপি-২, পিআইইউ-বিএআরসি’র অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করছেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বলেন, এখন পর্যন্ত কৃষিতে আমাদের অনেক সাফল্য থাকলেও কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। দেশে বর্তমানে মোট জমির প্রায় ৬০% কৃষি কাজের জন্য প্রতিকূল। যার মধ্যে রয়েছে হাওর, লবণাক্ত জমি, পাহাড়াঞ্চল, বরেন্দ্র ভূমি ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের এক ইঞ্চি মাটিও পতিত রাখা যাবে না, চাষাবাদের আওতায় আনতে হবে। পাশাপাশি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য এসব প্রতিকূল জমি কৃষির আওতায় নিয়ে আসতে হবে। তাই আমাদের বিজ্ঞানীদের এসব প্রতিকূল জমিতে চাষাবাদের উপযোগী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। আমি আশা করি এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা এ বিষয়ে সম্যক জ্ঞান লাভ করবে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর