২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:২৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালুর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালুর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
অনার্স ও মাস্টার্সসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণ  শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব পরীক্ষা স্থগিত আছে, সেইসব পরীক্ষা দ্রুত শেষ করতে হবে। 
 
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের সামনে বিক্ষোভ মিছিল বের করে জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে একই স্থানে মানববন্ধন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 
 
শিক্ষার্থীরা জানান, এই সময়ে সবকিছুই স্বাভাবিকভাবে চলছে শুধু শিক্ষার্থীদের পরীক্ষা ও ক্লাসসহ সবকিছু আটকে থাকছে। এক দেশে দুই নীতি চলতে পারে না। শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হচ্ছে। স্বাস্থ্যবিধি মনে সব পরীক্ষা দ্রুত শেষ করতে হবে। সেশনজটে আটকে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে।
 
 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর